আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি
মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা দাসিমাঝির গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে অধ্যায়নরত শিক্ষার্থীদের হাতে গড়ে তুলা মানবিক সংগঠন বিং হিউম্যান অর্গনাইজেসন এর প্রতিষ্টার ১বছর উদযাপন ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)এর জীবনী শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তিতায় সমাজে ভাল কাজ করতে সৎ ইচ্ছা থাকলে-কোন প্রতিবন্ধকতা বাঁধা হতে পারেনা। মহানবী (সঃ) এর শিশু জীবন সত্যবাদী ও বিশ্বাসী বলে আরবের লোকেরা অাল অামিন নামে ডাকত।
সংগঠনটি বিগত ১বছরের দাসিমাঝিপাড়া এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নের ভূমিকা শুনে প্রশংসা করেন।
তাদেরকে অারো মানবিক ও জনকল্যাণ মূলক কাজে এগিয়ে অাসার অাহবান জানান ওসি অাব্দুল হাই।১৫ নভেম্বর সকাল ১১টায় দক্ষিণ পুটিবিলা প্রিজম বেসরকারী প্রাথমিক হল রুমে সংগঠনের সভাপতি শহীদ অাবচারের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি-সাংবাদিক আবুল বশর পারভেজ,
শহীদুল ইসলাম মুকুল- শিক্ষক, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়,এনজিও ব্যক্তিত্ব সোহরাব ইকবাল,আরিফ বিন সালেহ – সভাপতি, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহেশখালী শাখা,আবদুল মান্নান -সদস্য, মহেশখালী শিল্পকলা একাডেমি, যুবনেতা শাকের উল্লাহ খোকন, চট্টগ্রাম কলেজ এর ছাত্র অারিফ মাহামুদ।উপস্থিত ছিলেন অাশেক উল্লাহ রাসেল, কক্সবাজার সরকারী কলেজ ছাত্র জাহেদুল ইসলাম সোহাগ,চট্টগ্রাম যুব মহিলালীগ নেত্রী শাহেনুর বেগম মনি,অাবু তালেব মেম্বার,
অাবুল কাসেম,অানচার উল্লাহ ড্রাইভার,
শাহাজান,শহিদুল্লাহ, অনুষ্টান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র অাবু শাহেদ ও বিগ হিউম্যান সংগঠনের উদ্দ্যেগতা সাজ্জাত ইকবাল,প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) রচনা প্রতিযোগিতা, বিশ্বের সকল দেশের রাজধানী এবং বিশ্বের যা কিছু বৃহত্তম ও ক্ষুদ্রতম এর কুইজ প্রতিযোগিতা, বইপড়া প্রতিযোগিতা এবং দ.পুটিবিলা আন্তঃফুটবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন লাল দল সংবর্ধনা অনুষ্ঠান রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা-(ক) গ্রুপ প্রথম- সাইমা ছিদ্দিকা পায়েল- ৮ম- মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।দ্বিতীয়- ফাহমিদা আলম ফারিয়া- ৮ম- মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
তৃতীয়- আশেকুল ইসলাম রিয়াদ- ৬ষ্ঠ- মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।তৃতীয়- আলিফ-উর-জেবা- ৮ম- মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।(খ) গ্রুপ-প্রথম-আয়াছুর রহমান ছিদ্দিকী (জিদান)- ১০ম – মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।দ্বিতীয়- আরিফ- ১০ম- মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।তৃতীয়- এমদাদুল হক আলফাছ- ৯ম- মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় (গ)গ্রুপ-প্রথম- ফারিজাত আলম পামি- দ্বাদশ- মহেশখালী কলেজ দ্বিতীয়- আবু হানিফা- দ্বাদশ- মহেশখালী কলেজ তৃতীয়- উম্মে হাবিবা নিশু- দ্বাদশ- কক্সবাজার সরকারি মহিলা কলেজ।তৃতীয়- মোহাম্মদ আরমান- পুটিবিলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা।কুইজ প্রতিযোগিতা-প্রথম- মোহাম্মদ আরমান, দ্বিতীয়- সাইফুল আজম নয়ন তৃতীয়- আবু হানিফাবই পড়া পুরস্কার-
১. রাজফেন উদ্দিন কনিক ২. নুরুল আজিম
৩. জয়নাল আবেদীন ৪. মোহাম্মদ আরমান।
Leave a Reply