নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফে অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন টেকনাফ ট্রাফিক পুলিশ জোন। ৬ ডিসেম্বর সকাল থেকে টেকনাফ শহরের শাপলা চত্বর সহ বিভিন্ন স্থানে উক্ত অভিযান পরিচালনা করাহয় । টেকনাফ ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ফারুক আল মামুন ভুঁইয়া জানায়, আমরা বেশ কিছুদিন উপলব্ধি করতে পারছি যে, টেকনাফ শহরে বিভিন্ন রংগের মোটরসাইকেল ও তাদের নিয়ন্ত্রণ হীন গাড়ি চালানোর কারণে শহরে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, যাতে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। তা উপলব্ধি করে অবৈধ মোটরসাইকেল এর বিরুদ্ধে অভিযানে নেমেছি। চালকদের হেলমেট, গাড়ির রেজিষ্ট্রেশন ও লাইসেন্স , ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সহ যাবতীয় কিছু ঠিক আছে কিনা তদারকি করছি। সেই সাথে যে সমস্ত মাদক ব্যবসায়ীরা মটরসাইকেল নিয়ে মাদক পরিবহন করেন তাও সনাক্ত করতে চেষ্টা করছি। শুধু তা নয়, ভোটার আইডি কার্ড ও লাইসেন্স ছাড়া কোন চালক টমটম চালাইতে পারিবে না বলে সাফ জানিয়ে দেন ফারুক আল মামুন ভুঁইয়া। এ নিয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাই সকল কে সড়ক পরিবহন আইন ও শৃঙ্খলা মেনে নিজ নিজ গাড়ি চালানোর জন্য আহবান করেন।
Leave a Reply