ডেস্ক টেকনাফ ৭১
গত ০৪ জানুয়ারি, ২০২১ ইং তারিখে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে র্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দলের চৌকস সদস্য ল্যান্স নায়েক কাজী তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহে…… রাজেউন) এবং একই দুর্ঘটনায় এএসআই (নিঃ) মোঃ আবু কাউসার গুরুতরভাবে আহত হন।
ল্যান্স নায়েক কাজী তারিকুল ইসলামের মরদেহ নামাজে জানাজা শেষে নিজ বাড়ি ফেনীতে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ল্যান্স নায়েক কাজী তারিকুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পুরো র্যাব পরিবারে শোকের ছায়া নেমে আসে। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করেছিলেন।
র্যাব-১৫, কক্সবাজারের এর পক্ষ থেকে সকলের নিকট ল্যান্স নায়েক কাজী তারিকুল ইসলামের আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করছি।
মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
Leave a Reply