মোঃ শেখ রাসেল, টেকনাফ
টেকনাফ উপজেলার মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (বৃহস্পতিবার) ৭ জানুয়ারি বিকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা আক্তার মিলি। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমানসহ প্রায় শতাধিক বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনজিওর চার প্রতিনিধি রোহিঙ্গা ও স্থানীয় ক্ষতিগ্রস্তদের উন্নয়ন প্রকল্প নিয়ে উপস্থাপনা ও পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও স্থানীয়দের চাকরি, স্থানীয় ক্ষতি গ্রস্তদের উন্নয়ন ও মাদকবিরোধী কাজে এগিয়ে আসার গুরুত্ব আরোপ করা হয়।
Leave a Reply