
বার্তা বাহক
টেকনাফ কক্সবাজার সড়কে যাত্রী বোঝায় সিএনজি এবং মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র ও অপর এক শিশুসহ ৩জন নিহত এবং সিএনজি চালকসহ ৫জন আহত হয়েছে।
১০ই ফেব্রুয়ারী (বুধবার) সকাল ৯.৩০ ঘটিকার সময় উনচিপ্রাং ষ্টেশনের ২০গজ দূরে টেক পয়েন্টে
কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রী বোঝাই পালকী পরিবহন (কক্সবাজার-জ-১১-০২৩৮) এবং হ্নীলা মরিচ্যাঘোনা হতে কক্সবাজারগামী সিএনজি (কক্সবাজার-থ-১১-৮৭৪৬)এর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে মৃত শামশুল আলমের পুত্র ছালামত উল্লাহ(৬০)নিহত ছালামতের পুত্র নাজরুল (৩০) ও কামরুলের মেয়ে মরিয়ম নিহত হয়েছেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন এবং দেলোয়ার,রোকেয়া,সোহানা,নুর জাহান ও নুরুল মোস্তফা মানিকসহ মোট পাঁজজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তারা। ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতালে প্রেরণ করেন এবং বাসের ড্রাইভার ও বাসটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন টেকনাফ হাইওয়ে থানার ইনচার্জ ইন্সফেক্টর জাকির হোসেন।
Leave a Reply