মোহাম্মদ নোমান,
টেকনাফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২১শে ফ্রেব্রুয়ারি (রবিবার) দুপুরে সদর ইউনিয়নের লম্বরী পর্যটন বাজারে আন-নিবরাস সোসাইটির উদ্যোগে অলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টেকনাফ সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলামের সভাপতিত্বে মাওঃ ইব্রাহীম ও জাহেদ হোসেনের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া, প্রধান আলোচক ছিলেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল, বিশেষ অতিথি, টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম, লেংগুরবিল বড় মাদ্রাসার প্রধান পরিচালক, হাফেজ মোঃ ইয়াকুব, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফীসসহ স্হানীয় গর্ণমান্য বক্তিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,ছাত্র-যুব সমাজের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানবিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা লক্ষ্যে আন নিবরাস সোসাইটি লক্ষ।
Leave a Reply