 
							
							 
                    
নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪০০০ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হাতে হাতে বুঝিয়ে দিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

১২মে (বোধবার) সকাল ১১ ঘটিকার সময় লেদা উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র, অসহায়,প্রতিবন্ধী সহ সিংহ ভাগ মানুষের মাঝে তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদ উদ্দীন , ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা, ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী ও ৭,৮,৯ নং ওয়ার্ড হতে নির্বাচীত সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা আক্তার মদিনা সহ গণ্য মাণ্য ব্যক্তি বর্গ।

রাশেদ চেয়ারম্যান বলেন, হ্নীলা ইউনিয়নে ৪০০০হাজার পরিবারের মাঝে জনপ্রতি ৪৫০ টাকা করে নগত অর্থ বিতরণ করা হয়েছে যা মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ হতে ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়েছে। আমি আমার ইউনিয়নের গরীব মেহনতী মানুষের সুবিধার জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে স্ব স্ব মেম্বারের উপস্থিতে তা বিতরণ করেছি।
 
                                         
                                         
                                         
                                        
Leave a Reply