মোঃ আরাফাত সানি, নাছির উদ্দীন রাজ
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মোঃ সরোয়ার এর বসত ঘর থেকে ১টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড পিস্তলের গুলি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।
(সোমবার) ৩১ মে রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার (ওসি) অপারেশন খোরশেদ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এস আই মাহমুল্লাহ, নছরুল্লাহ, রফিক ইসলাম রাফি, ছানাউল ইসলাম, সজিব সাজ্জাত, এ এস আই ইমরা, মতিন, আনিছুর রহমান সহ
অভিযান পরিচালনা করেন । টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান এ সত্যতা নিশ্চিত করেন বলেন । গ্রেপ্তারকৃত সাবিনা ইয়ামিন (২৭) টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকার বশির আহম্মদের মেয়ে বলে জানায়।
তিনি আরও জানান, ঐ আাসামীর হেফাজতে থাকা উদ্ধার করা বিদেশী পিস্তল, পিস্তলের গুলি ও কার্তুজ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর কক্সবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, অপরাধীরা যথয় শক্তি শালি ও কৌশলি হোক না কেন? তাদের মনে রাখতে হবে যে দেশের প্রচলিত আইন তাদের চেয়েও শক্তিশালী। তবে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply