নিজস্ব প্রতিনিধি :: দেশে চলমান করোনা মহামারীর কঠোর লকডাউনের মধ্যেও মাদক পাচার অপতৎপরতা থেমে নেই। অভিনব কায়দায় সিএনজিতে যোগান সৃষ্টি করে পাচারের সময় ৫০হাজার ইয়াবা ও সিএনজিসহ র্যাবের হাতে আটক হয়েছে হোয়াইক্যং কেরুনতলীর মামুন।
সুত্র জানায়, ১৩জুলাই সকাল সাড়ে ৮টারদিকে সিএনজিযোগে অভিনব কায়দায় মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী বাজারের মেসার্স ইউছুপ এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী শুরু করে। এমতাবস্থায় একটি নাম্বারবিহীন সিএনজি চেকপোস্টেও সামনে এলে র্যাব সদস্যরা তল্লাশী করতে যাওয়ার সময় পালানোর চেষ্টাকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীর আব্দুল জাব্বারের পুত্র মামুন রশিদ (২২) কে আটক করতে পারলেও আরো দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ধৃত ব্যক্তির স্বীকারোক্তিতে সিএনজির চালকের সীটের নীচে অভিনব কায়দায় ফিটিং করা ৫০হাজার পিস ইয়াবাসহ সিএনজিটি জব্দ করা হয়।
এই ব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবা ও সিএনজিসহ ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনের মামলায় উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply