মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজার পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট
সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদে টেকনাফ মডেল থানা ওসি হাফিজুর রহমানের নির্দেশে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এস আই যায়েদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে শাহপরীর দ্বীপ বাজার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে থাকে আটক করা হয়।
আটকৃত আসামি, শাহপরীর দ্বীপের আজগর আলী’র ছেলে নুর নবী (১৯)।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply