নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে র্যার্ব -১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা মাদক কারবারি কে আটক করেছে। তারা নারী ও পুরুষ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি ক্রিস্টার মেথ বা আইস।
রাতে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী এক সংবাদ বিঙপ্তিতে গণ মাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।
র্যার্ব -১৫ জানায়, ৯ নভেম্বর (মঙ্গলবার) বিকালে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার পুরাতন বাস স্টেশনের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে অভিযানে যায়।
এসময় র্যার্ব এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ঐ রোহিঙ্গা দুই জন কে আটক করে তাদের হাতে থাকা শপিং ব্যাগটি তল্লাশি করলে ক্রিস্টাল মেথ বা আইস গুলো পাওয়া যায়। তারা উভয় জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দ।
আটক মাদক কারবারি ও উদ্বার হওয়া আইস আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যার্ব -১৫।
Leave a Reply