আবুল কালাম আজাদ, টেকনাফ
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের সর্বশেষ সাবরাং ইউনিয়নের সাগর বেষ্টিত শাহপরীরদ্বীপ এলাকার প্রতিরক্ষা বেড়িবাঁধের পাশ্বে সাগর থেকে বড় বড় নল বসিয়ে বালি উৎলোন করে যাচ্ছে একটি মহল। দীর্ঘ দিন বালি উত্তোলন করায় গোটা শাহপরীরদ্বীপ হুমকির মুখে পড়েছে। যে কোন মুহূর্তে সাগরে তলিয়ে যেতে পারে এই দ্বীপ। এ বিষয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন গণমাধ্যমে লিখালিখি হচ্ছে । এর পরও বালি উত্তোলনকারীর কোন টনক নড়েনি।
উক্ত এলাকার সচেতন মহল জানান আমরা দীর্ঘ দিন যাবৎ সাগরের সাথে যুদ্ধ করে বেচেঁ আছি। উক্ত এলাকার মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারি।শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার যুবসমাজের অহংকার ত্যাগীনেতা ও প্রধানমন্ত্রী কর্তৃক ধন্যবাদ প্রাপ্তি আবদুল হক প্রকাশ হক সাহেব জানান বালু উত্তোলন অব্যাহত থাকলে স্বল্পসময়ে এইদ্বীপ সাগরে বিলিন হয়ে যেতে পারে। তাই প্রধান মন্ত্রীর নিকট ৩৫ হাজার দ্বীপ বাসির আকুল আবেদন আমাদের কে বাচাঁন। বালু উত্তোলন বন্ধকরার নির্দেশনা প্রদান করুন এই আমাদের প্রত্যাশা।
Leave a Reply