মোঃ আরাফাত সানি,টেকনাফ
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ১৮ হাজার পিস ইয়াবাসহ একজন রাখাইন মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে। শনিবার (১৯ মার্চ) ভোরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১৫ টেকনাফ।
আটক রাখাইন হল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের অংওয়ান রাখাইনের ছেলে অংজনাই রাখাইন (২৪)। র্যাব জানায়,শুক্রবার ১৮ মার্চ র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া গ্রামের বৌদ্ধ মন্দিরের সামনে টেকনাফ-কক্সবাজার রোডের পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক সাড়ে ৫ টায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে অংজনাই রাখাইনকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় র্যাব। র্যাব আরও জানায়,জব্দকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়,সে দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
উল্লেখ্য,সারা বাংলাদেশ সহ কক্সবাজার, টেকনাফ, হ্নীলা,চৌধুরীপাড়া রাখাইনদের একটি বিশাল ইয়াবার সিন্ডিকেট রয়েছে। মিয়ানমারে তাদের আত্মীয় স্বজন থাকায় ইয়াবা কারবার করতে সহজ হয়। রাখাইনেরা স্বর্ণ চোরাচালানে জড়িত বলে খবর পাওয়া যাচ্ছে। রাখাইনদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার বলে মনে করছে সচেতন মহল। তাদের আইনের আওতায় আনা না হলে মাদক কারবার বন্ধ হবে না বলে সচেতন মহলের অভিমত।
Leave a Reply