নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া ১৮ বাংলাদেশি জেলেকে এক সপ্তাহেও ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এনিয়ে প্রতিটা মুহুর্ত চরম উৎকণ্ঠায় পার করছেন জেলে পরিবারগুলো।
চলতি মাসের ১৫ মার্চ জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কর্তৃক অস্ত্রের মুখে জিম্মি হয় ১৮ বাংলাদেশি জেলে। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তারা। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে জেলেদের ফেরত চেয়ে বিজিপি এর সাথে যোগাযোগের এক সপ্তাহ পেরিয়ে গেলেও নির্ভরযোগ্য কোন সদুত্তর পাওয়া যায়নি।
টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার নুর হাবিবা। স্বামী নুর কালাম, দুই সন্তান মো. ইয়াছিন ও মো.আফিফ সহ তিনজনকেও অস্ত্রের মুখে আটক করে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। স্বামী-সন্তান ছাড়া অনেকটা নিঃস্ব সময় পার করছেন তিনি।স্বামী-সন্তানদের জন্য কিছুক্ষণ পর পর বিলাপ করছেন নুর হাবিবা।
নুর হাবিবা বলেন, ‘স্বামী-সন্তানের মুখ দেখার জন্য প্রতিক্ষার প্রহর গুনছি। কবে ফিরবে সেইটা জানিনা। তবু আশায় বুক বেঁধে আছি’।
শুধু নুর হাবিবা নন; স্বজনদের ফিরে পেতে এইভাবে আশায় বুক বেঁধে আছেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আঠারোটি পরিবার। জেলেপল্লী ঘুরে শোনা যায় শুধুই বিলাপ আর কান্নারোল। চাতকের ন্যায় স্বজনদের ফিরে পেতে ব্যাকুল হয়ে আছেন শাহপরীর দ্বীপ জেলেপল্লীর মানুষগুলো। তাই মিয়ানমারে আটক জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে সরকারের প্রতি অনুরোধ করছেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ধরে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পার হয়ে গেলেও ফিরেনি আটক জেলেরা। এইদিকে স্বজন হারানোর শঙ্কায় জেলে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। অবুঝ শিশুদের ক্রন্দনে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠেছে। তাই আটক জেলেদের প্রাণে ফেরানোর আকুতি জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার সীমান্ত থেকে ১৮ বাংলাদেশি জেলেকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে বিজিপি। কিন্তু এখনো পর্যন্ত আটক জেলেদের দেশে ফেরত দেয়ার ব্যাপারে স্পষ্ট করেনি মিয়ানমার কতৃপক্ষ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মিয়ানমারে আটক জেলে পরিবারগুলোর মানসিক অবস্থা বর্ণনাতীত। ইতোমধ্যে পরিবারগুলোকে আর্থিক অনুদানসহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী কতৃক আটক বাংলাদেশি জেলেরা হলেন: মো. জসীম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫),মো. হেলাল (২৫), রেজাউল করিম(১৮), রমজান (১৬), জামাল (২১)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা।
Leave a Reply