কক্সবাজার জেলা বিএমএসএফের স্বাধীনতা দিবসের পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দরা। আজ শনিবার (২৬ মার্চ ) সকাল ৮ টায় মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় কক্সবাজার জেলা বিএমএসএফের সকল নেতৃবৃন্দ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নে বর্তমান সাংবাদিক বান্ধব সরকারের প্রতি আহ্বান জানান বিএমএসএফ কক্সবাজার জেলা নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ বজলুর রহমান জুয়েল, মানবাধিকার নেতা মুন্না, আমিনুল ইসলাম, সায়েক আহমদ, ফরিদ মিয়া, কামরুল হাসান মামুন, ইয়াছিন আরাফাত,এ আর মোবারক, আবুল হাসনাত প্রমুখ।
Leave a Reply