
নিজস্ব প্রতিবেদক,
টেকনাফ পৌর শহরে বিভিন্ন টমটম গাড়ি থেকে এক শ্রেনীর সুবিধা ভুগি লোকজন পৌর সভার নাম ভাঙ্গিয়ে প্রতিনিয়ত মোটা অংকের টাকা চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অবৈধ কথিত চাঁদাবাজির রসিদের টুকেনে লেখা আছে যা টেকনাফ উপজেলা পৌর ব্যাটারী চালিত মিটি টম টম রিক্সা ও চালক সমবায় সমিতি লিঃ সংগঠন নামে চাঁদা আদায় করে চাঁদাবাজির চলছে। চাঁদাবাজি নিয়ে উভয়ের মধ্যে মারামারীর ঘটনাও হয়েছে প্রতিনিয়ত।টাকা না দিলে ড্রাইভারদেরকে শারীরিক ভাবে লাঞ্চিত এবং হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে টেকনাফ পৌরসভার প্যানেল (মেয়র- ২) হাফেজ এনামুল হাসান জানান, এই অবৈধ চাঁদাবাজি বিষয়ে আমরা কোন ধরনের অবগত নয়। এমনকি উক্ত চাঁদাবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
Leave a Reply