মোহাম্মদ নোমান, টেকনাফ
“আমি বাঁচাতে চাই একটি প্রাণ, তাইতো করবো রক্তদান”-“রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত করে মানব অনুভূতি” এই স্লোগানকে সামনে রেখে, কক্সবাজারের টেকনাফে, সদর, হ্নীলা এবং সাবরাং ইউনিয়নে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো পিস মনিটর, ইয়েস প্রজেক্ট, সিসিডিবি ,টেকনাফ উপজেলা, এবং তরঙ্গ” সংগঠন, টেকনাফ উপজেলা শাখা একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল (১২ মে) দিনব্যাপী টেকনাফ উপজেলার, সদর, হ্নীলা ও সাবরাং ইউনিয়নে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
রক্তের গ্রুপ পরীক্ষা করেন মোঃ আব্দুল্লাহ
এ সময় উপস্থিত ছিলেন,সিসিডিবি, টেকনাফ উপজেলা শাখার সম্প্রদায় সংগঠক সুদীপ তালুকদার,উপজেলা সিসিডিবি প্রশিক্ষক কর্মকর্তা খালেদা নাইমা,
(‘তরঙ্গ’সংগঠন টেকনাফ উপজেলা শাখা’র) সাধারণ সম্পাদক নুরুল আমিন আবির,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃইসমাইল,অর্থ সম্পাদক আবসার হোছাইন, দপ্তর সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, সমাজ কল্যাণ ও যুব উন্নয়ন সম্পাদক মোঃ আব্দুল্লাহ,চিকিৎসা ও দারিদ্র দূরীকরণ বিষয়ক সম্পাদক মোঃ শাহ ইমরান।বাংলাদেশ ডিএন সি টি, সভাপতি চৌধুরী সিয়াম ইলাহী।
সদস্যরা জানান,জরুরী প্রয়োজনে যেন রক্তের গ্রুপ নির্ণয়ে দৌড়ঝাঁপের পরিস্থিতিতে পড়তে না হয় এবং স্বেচ্ছায় রক্তদানে শরীরের কোনো ক্ষতি হয় না, এই বার্তাটি আমরা সবার মাঝে ছড়িয়ে দিতেই এ কর্মসূচি গ্রহণ। জনমনে এ সচেতনতা সৃষ্টি আমাদের মূল লক্ষ্য, শহীদের রক্ত দিয়ে অর্জিত এই মাতৃভূমির বুকে রক্তের অভাবে আর একটি মানুষেরও জীবনের বাতি যেন নিভে না যায়।’
Leave a Reply