অনলাইন ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) আবারও এই ধাতুর দর কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে ৫ দিনে ৪ দফায় স্বর্ণের দাম কমলো ৬ হাজার ৪৯৭ টাকা।
আজ থেকে দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুণতে হবে এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা। নতুন দাম নির্ধারণে ৬৩০ টাকা কমিয়েছে বাজুস। যা বিকেল সাড়ে ৪টা থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে নতুন করে মূল্য নির্ধারণের কথা জানানো হয় বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯২ হাজার ৪০২ টাকা। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে ৭৬ হাজার ৮৪২ টাকা হয়েছে।
এর আগে, গত ২৩, ২৪ ও ২৫ এপ্রিল তিন দফায় স্বর্ণের দাম কমানো হয়। ২২ ক্যারেটের স্বর্ণে ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৫ এপ্রিল দাম ৬৩০ টাকা কমানো হয়। ###
Leave a Reply