
মোঃ ওমর ফারুক,
টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মিলনায়তনে “উপজেলা পর্যায় কুইজ প্রতিযোগিতা- ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্বখাদ্য সংস্থা ( WFP) এর অর্থায়নে, বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর বস্তবয়নাধীন, স্কুল ফিডিং প্রোগ্রাম এর আওতায় সুষম খাবার, খাদ্য, খাদ্যের উপাদান ও পুষ্টি, ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, ডেঙ্গুজ্বর, পানিবাহিত ও ছোঁয়াচে রোগ, হাত ধোয়া ও সাধারণ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে উপর বিদ্যালয় পর্যায়, ইউনিয়ন পর্যায় শেষে কৃতকার্যদের নিয়ে উপজেলা পর্যায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নোমান মোঃ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন WFP এর সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট মোস্তফা আমীর ফয়সাল, প্রোগ্রাম এসিস্ট্যান্ট নয়ন চাকমা, প্রোগ্রাম ইন্টার্ন আদিবা মোনতাহিন, CODEC এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ জিয়াউল হক এবং প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলাম।উপস্থিত ছিলেন কোডেক স্কুল ফিডিং প্রকল্পের মনিটরিং অফিসার মোহাম্মদ হাসেম,ফিল্ড মনিটর যথাক্রমে বশির আহমদ, নুরুল ইসলাম আকন, মোহাম্মদ আলম, নাসির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়ন চাকমা, প্রোগ্রাম এসিস্ট্যান্ট , WFP। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
টেকনাফ উপজেলার মোট ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ৬৯টি সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুল পর্যায় কইজ অনুষ্ঠিত হয়। স্কুল পার্যায়ে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তারা ইউনিয়ন পর্যায় কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহ করে। ইউনিয়ন পর্যায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী ২০জনকে নিয়ে উপেজেলা কুইজ প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠিত হয়।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে মোট তিনটি রাউন্ড প্রতিযোগিতা চলে। তিন রাউন্ডের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রথম ৫জনকে নির্বাচন করা হয়। উপেজেলা কুইজ প্রতিযোগীতা ২০২৪ এ প্রথম স্থান অধিকার করেছে কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাসুমা হক আরিহা। দ্বিতীয় স্থান অধিকার করেছে কানজর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাঈদ আহমেদ নামির। তৃতীয় স্থান অধিকার করেছে দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম, চতুর্থ স্থান অধিকার করেছে হাড়িয়াখালী বেঃ প্রাঃ বিঃ এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জুলফিকার মোহাম্মদ সাঈদ এবং পঞ্চম স্থান অধিকার করেছে দৈংগাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমিত বড়ুয়া ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়। সেই সাথে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের স্বান্তনা পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য প্রতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিমাসে একটি করে বিষয়ে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষন শেষে এই কুইজ প্রতিযোগীতা বাস্তবায়ন করাসহ CODEC-WFP স্কুল ফিডিং প্রকল্পের আ্ওতায় উপজেলার ৭২টি বিদ্যালয়ের ১৮০৫৯ জন ছাত্র ছাত্রীকে ১ প্যাকেট করে উচ্চ পুষ্টি সমৃদ্ব বিস্কুট সরবারাহ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবু নোমান মোঃ আবদুল্লাহ বিজয়ী পাঁচজন শিক্ষার্থীকে অভিনন্দন জানান, অন্যান্য অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেকে তাদের নিবেদিত প্রচেষ্টার জন্য উৎসাহ প্রদান করেন। স্কুল ফিডিং প্রকল্পের মাধ্যমে অত্র উপজেলার শিক্ষাব্যবস্থাকে এগিয়েনিতে CODEC এবং WFP অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের দ্বীর্ঘায়ূ কামনা করেন।
Leave a Reply