ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা’সহ ৭ জন মাদক পাচারকারী’কে আটক করেছে কোস্টগার্ড।
কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এর সত্যতা নিশ্চিত করে জানান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে বাংলাদেশে অবৈধভাবে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট প্রবেশ করতে দেখে। বোটটি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দিলেও সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা হতে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটক পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply