নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে সেন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ধরে শ্রমিকদের টাকা আত্নসাত করে আসছেন শক্তিশালী এক সেন্ডিকেট চক্র। যারা বিভিন্ন অজুহাতের বাহানা দিয়ে প্রতি দিন শ্রমিকদের বেতনের থেকে টাকা কর্তন করে হাতিয়া নেই বলে দাবি করেছেন । যার কারণে শ্রমিকেরা দিন – রাত পরিশ্রম করলেও দিন শেষে টাকার ভাগ বসান বন্দের মাঝি চক্রের সেন্ডিকেটরা । এতে করে প্রকৃত শ্রমিকেরা তাদের মজুরি না পেলেও লাভবান হয় সেন্ডিকেট চক্রটি। তাই শ্রমিক মানববন্ধন ও দাবি আদায় আন্দোলনের কারণে পণ্য খালাস বন্ধের পাশাপাশি তৈরি হয়েছে স্থবিরতা।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে টেকনাফ স্থল বন্দরের সামনে কর্মরত বন্দর শ্রমিকেরা মানববন্ধনের আয়োজন করে এ দাবি করেন।
এ সময় প্রতিবাদী সাধারণ শ্রমিকেরা বলেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে দেশের উন্নয়নে ও নিজেদের জীবন – জীবিকার তাগিদে কাজ করলেও দিন শেষে বন্দরের মাঝি সেন্ডিকেট চক্রের সদস্যরা আমাদের পরিশ্রমের টাকা গুলো ভাগ বাটোয়ারা করে হাতিয়া নেই। যদি আমরা এর প্রতিবাদ করি , তাহলে বন্দর থেকে আমাদের বের করে দেওয়ার হুমকি দেন। আমাদের দাবি গুলো মানা না হলে প্রয়জনে আমাদের আন্দোলন চলতে থাকবে।
সাধারণ শ্রমিক আব্দুল আমিন বলেন, বন্দর থেকে একটি গাড়ি লোড- আনলোড করতে শ্রমিকদের দেওয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ২০ থেকে ৩০ হাজার টাকার বাজেট করে নিলেও সে টাকা শ্রকিকদের কাছে পৌছতে পৌছতে ৩ থেকে ৫ হাজার হয়ে যায়। যদি প্রতিদিন ৩০ হাজার টাকা করে ৭০ থেকে ১০০ গাড়ি ভর্তীকরেন শ্রমিকেরা! তাহলে কতটাকা আসে যোগ করে দেখেন। শুধু তা নয় ওই মাঝি সেন্ডিকেট আমাদেরকে বন্দর থেকে শ্রমিক কার্ড দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্নসাত করেছে। ১৫ বছর পার হলেও এখনো আমাদের শ্রমিকেরা এখনো কোন শ্রমিক কার্ড হাতে পায়নি। আমরা এ বৈষম্য থেকে বর্তমান সরকারের কাছে পরিত্রান চায়। আমাদের শ্রমিকদের প্রকৃত অধিকার চাই। শ্রমিকদের টাকা আত্নসাত বন্ধ চাই। ওই বিষয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরের স্মারক লিসি প্রদান করার পরও কোন প্রতিকার না পেয়ে আমরা রাজপথে এসেছি।
শ্রমিক আব্দু শুক্কুর বলেন, টেকনাফ বন্দরের সৃষ্টি লগ্ন থেকে আমি শ্রমিক হিসেবে কাজ করছি। এ বন্দরে আজগর মাঝি সহ ১২ জন মাঝি রয়েছে, যারা মাঝি নাম দিয়ে ঘুরে ঘুরে শুধু আমাদের শ্রমিকদের টাকা আত্মসাৎ করে। তাদের কাজ থেকে কোন দিন আমরা সহযোগিতা পায়নি। বিগত দিনে মাঝিদের শ্রমিকদের টাকার কথা বলতে গেলে সেন্ডিকেট চক্রটি সাবেক এমপি আব্দুর রহমান বদির ভয় দেখাত। যার কারণে আমরা অসহায় হয়ে শ্রমের টাকা না নিয়ে বাড়ি চলে যেতাম। শুধু তা নয়, সারা দিন কষ্ট করে বাড়ি ফেরা পথে রাস্তার মধ্য খানে নিরাপত্তার জন্য যখন আইন শৃঙ্খলা বাহিনী চেক বা তল্লাতী করতেন। তখন আমাদের বলতেন বন্দরের শ্রমিক হলে বন্দরের কার্ড দেখাতে। কিন্তুু আমরা শ্রমিকেরা কার্ড বা পরিচয় পত্র দেখাতে পারতামনা। যার কারণ আমাদের হেনাস্তার স্বীকার হতে হত।
এ বিষয়ে টেকনাফ স্থল বন্দরের প্রধান মাঝি আজগরের কাছে জানতে চাইলে তিনি জানান, মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকদের সাথে দফায় দফায় বৈঠক চলছে। সামাধান হলে আপনাদের জানানো হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টেকনাফ স্থল বন্দরের পরিচালনা কমিটির আহবায়ক শেখ এহসান উদ্দীন জানান, টেকনাফ স্থল বন্দরে শ্রমিকদের মানববন্ধনের বিষয়ে অবগত হয়ে বন্দরের জিএম কে সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাতে বলা হয়েছে। তবে সে এখনো জানায়নি।
Leave a Reply