নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের নাফ নদীর মহনা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া ৫ জন বাংলাদেশী জেলে কে রাত পার হলেও এখনো ছেড়েনি মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। মঙ্গলবার সন্ধায় নাফ নদীর মহনা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে স্পিট বোট যোগে তাদের ধরে নিয়ে যায় বলে জানাগেছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস ও তার দুই ছেলে আক্কেল আলী, নূর হোসেন এবং সাবের হোসেন আর সাইফুল ইসলাম।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতেই টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নাফ নদীর মহনার নাইক্যং দ্বিয়ার কাছা কাছি এলাকা থেকে আরাকান আর্মিরা স্পিষ্ট বোট যোগে এসে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যায়। বিষয়টি আমরা অবগত হয়েছি এবং কোস্টগার্ড কেও অবগত করেছি।
স্থানীয় শাহপরীর দ্বীপের বাসীন্দা মোঃ আয়ুব জানান, ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিবার আতঙ্কের চাপ দেখা দিয়েছে। পরিবারের উপার্জন অক্ষম ব্যক্তিদের আরাকান আর্মি ধরেনিয়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন যেহেতু তারা দ্রুত দেশে ফিরে আসতে পারে।
Leave a Reply