নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ ইং প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলায় শক্তিশালী চকরিয়া উপজেলা ফুটবল একাদশ কে হারিয়ে ১ গোলে বিজয় অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছে টেকনাফ উপজেলা ফুটবল একাদশ। বুধবারের ( ৩ সেপ্টেম্বর) বিকাল কক্সবাজার জেলা বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টা ১ মিনিটে রেফারির লম্বাবাশির মধ্য দিয়ে শুরু হয়ে প্রথমার্ধের খেলায় কোন পক্ষ কাউকে গোল করতে পারেনি। পরে হাফ টাইম শেষে দ্বিতীয়র্ধের খেলা শুরুর ১০ মিনিটের মাথায় টেকনাফ উপজেলা ফুটবল একাদশের ৮ নং জার্সিদারি খেলোওয়াড় ইফতির হেডে ১ গোলের ব্যবধান হয়ে যায়। পরে খেলা শেষ পর্যন্ত চকরিয়া উপজেলা ফুটবল একাদশ ওই গোলটি পরিশোধ করতে পারেনি। সময় শেষ হলে রেফারি লম্বা বাশি দিয়ে খেলা শেষ করেন এবং টেকনাফ উপজেলা ফুটবল একাদশ ১ গোলে বিজয় অর্জন করেন । উক্ত খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন টেকনাফ উপজেলা ফুটবল একাদশের ৬ নং জার্সিদাধি খেলোয়াড় মোহাম্মদ কাইসার। খেলা শেষে টেকনাফের হাজার হাজার দর্শক আনন্দে উল্লাসে ফেটে পড়ে ।
এ বিষয়ে টেকনাফ উপজেলা ফুটবল একাদশের দর্শক মোহাম্মদ আলম জানান, আমাদের টেকনাফ উপজেলা ফুটবল একাদশ অনেক ভাল খেলেছে। আমাগীতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি।
টেকনাফ উপজেলা ফুটবল একাদশের টিম ম্যানাজার জামাল উদ্দিন জানান, এবারে কক্সবাজার জেলা প্রশাসক ফুটবল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খুব সুন্দর করে
সকলকে গুরুত্ব দিয়েছে টিম সাজিয়েছি। এবারের শিরোপা আমরা আশা করছি।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন জানান, টেকনাফ উপজেলা ফুটবল একাদশের বিজয় মানে টেকনাফ বাসীর বিজয়। আমরা সকলে আনন্দিত, আমি টেকনাফ উপজেলা টিম কে ধন্যবাদ জানায়। আমাগীতে তারা যেন উক্ত টুর্নামেন্টে শিরোপা আর্জন করতে পারে সে কামনা করছি।
Leave a Reply