সংবাদ দাতা
টেকনাফের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না। গতকাল (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য কক্সবাজার ডিসি গোল্ডকাপে যে সমস্ত অনিয়ম, মারামারি, টিকেট কালোবাজারি, মূল ভবনে লুটপাট, অগ্নি সংযোগ করা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের ইট,পাটকেল নিক্ষেপ সম্পূর্ণ একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছি। যারা টেকনাফের মানুষকে রোহিঙ্গা বলে তকমা লাগিয়ে পুরো কক্সবাজার স্টেডিয়ামে সংগঠিত ঘটনা ছাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছেন তা সম্পূর্ণ অযুক্তিক । টেকনাফ থেকে এত কষ্ট করে ৬০-৭০ কিলোমিটার দূরে গিয়ে টেকনাফের দর্শকেরা এরকম অন্যায়, অবিচার করার সাহস রাখেনা। সুতরাং উক্ত ষড়যন্ত্র টেকনাফ বাসীর ঘাড়ে তারাই চাপিয়ে দিচ্ছে, যারা ওই খেলার টিকেট কালোবাজারি, বিশৃঙ্খলা সৃষ্টির মূল পরিকল্পনাকারী, লুটপাট সহ সবকিছুতে জড়িত ছিল তারাই পার পাওয়ার জন্য ঘটনাটি ভিন্ন খাতে চালিয়ে দিচ্ছে।
এমতাবস্থায় কক্সবাজার জেলা প্রশাসকের উচিত এই মুহূর্তে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে, যারা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে ছিলেন তাদেরকে আইনের আওতায় এনে এর মূল কারণ উদঘাটন করা, এটি টেকনাফ বাসীর দাবি। তখনই তালের বিড়াল বের হবে বলে মনে করেন টেকনাফ বাসী।
Leave a Reply