কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও আশপাশের বিভিন্ন এলাকায় শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ৩৩ কেভি মেইন লাইনের রক্ষণাবেক্ষণ (পুরাতন জাম্পার পরিবর্তন) এবং লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডাল কর্তনের কাজের কারণে এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলার আওতাধীন সমস্ত ইউনিয়ন ও গ্রামাঞ্চল, রামু ক্যান্টনমেন্ট, ইনানী, পাটোয়ারটেক, মনখালী, সমুদ্র গবেষণা কেন্দ্র এবং ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকাসহ পল্লী বিদ্যুৎ-এর আওতাধীন সকল স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
Leave a Reply