
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। আগামী তিন (০৩) এ কমিটি টেকনাফে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০ টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সদস্য সচিব আখতার হোসেন, এবং মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সায়েম শিকদারকে প্রধান সমন্বয়কারী, মুহাম্মদ বাজা উদ্দীন, হারুন অর রশিদ মাহির, মুহাম্মদ ইব্রাহিম, মাঈন উদ্দিন ভুট্টু, হাবিব উল্লাহ ফরহাদ, ইমরান ত্বাহা, দেলাওয়ার হোসাইনকে যুগ্ম সমন্বয়কারী, হেলাল উদ্দিন, মুহাম্মদ সিদ্দিক, জমিল উদ্দিন, জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দিন, মুহাম্মদ ইসমাইল, সিরাজুল হক, আবু হাসনাত আবির, কামরুল হায়াত তারেক, রিয়াজ উদ্দিন রিয়াজ, সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, রেহেনা সুলতানা, মো. তারেক, ইসমা হানান, সাইফুল ইসলাম, কায়সার উদ্দিন, মো. ইসমাইল, কামরুল হাসান, মুহাম্মদ ইব্রাহিম, ফারদিন ফয়েজ জিশান, সালমান শাহ্কে সদস্য করা হয়
গঠিত কমিটি স্থানীয় পর্যায়ে দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নবগঠিত এই কমিটি টেকনাফে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীরা।
Leave a Reply