
নিজস্ব প্রতিনিধি,টেকনাফ ৭১
শিক্ষকের দিকনির্দেশনা, পরিবারের অনুপ্রেরণা আর নিজের মেধা এই তিনের সম্মিলিত প্রয়াসে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে টেকনাফের শিক্ষার্থী সাউদা বিনতে হোসেন। কক্সবাজার জেলার সর্ববৃহৎ স্বর্ণপদক বৃত্তি হিসেবে খ্যাত আলোকিত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা–২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।
সাউদা টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়ের প্রথম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। তার বাবা একজন সরকারি চাকরিজীবী এবং মা একজন গৃহিণী।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত ফলাফলে দেখা যায়, মুহাম্মদীয়া রিয়াদুল জান্নাহ্ আলিম মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণির A+ গ্রেড গ্রুপ থেকে স্বর্ণপদক ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সাউদা। আলোকিত শিক্ষা আলিম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা উদযাপন পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।
এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রাইভেট শিক্ষকদের নিরবচ্ছিন্ন তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন সাউদার অভিভাবকরা। তাঁদের মতে, শিক্ষকদের উৎসাহ ও যত্নই সাউদার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলেছে এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাউদা যেন তার শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন করে দেশের জন্য একজন যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এই প্রত্যাশায় তারা সবার দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, সাউদার বড় ভাই শাহীর হোসেন আয়ানও এর আগে মেধা ও শিক্ষার বিকাশে আয়োজিত টেকনাফের হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করে পরিবারের শিক্ষাগত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন।###
Leave a Reply