মৃত্যুগুলো অনাকাঙ্খিত!
টেকনাফে সদ্য সংগঠিত দুইটি মর্মান্তিক হত্যাকান্ড সবাইকে নাড়া দিয়েছে,করেছে হতবাক। মানুষের মধ্যে এক ধরণের অজানা আতংক বিরাজ করছে। কখন কার ভাগ্যে এই ধরণের ঘটনা ঘটে যায়!
সম্প্রতি টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলাল পাড়া নিবাসী করিম উল্লাহর নির্মম হত্যাকান্ডের সুরাহা হতে না হতেই টেকনাফ সাবরাং ইউনিয়নের মো: তৈয়ুবকে বিষ প্রয়োগে হত্যা করা। এসব হত্যা কী পরিকল্পিত নাকি এর পেছনে আরো অনেক রহস্য জড়িয়ে আছে!
টেকনাফের একসময়ের শান্ত পরিবেশ ও সুন্দর সহ অবস্হান দিনকে দিন অবনতি ও চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। এই অবস্হা চলতে থাকলে টেকনাফের পরিস্হিতি কোথায় গিয়ে দাঁড়াবে শুধু আল্লাহ জানে!
এই ধরণের গোপন ও রহস্যজনক হত্যাকান্ডের আসল তথ্য সঠিক তদন্তের মাধ্যমে বের করে এনে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা নেওয়া জন দাবিতে পরিনত হয়েছে।এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সচেতন জনগণেরও সহযোগিতামূলক আচরণ করতে হবে।
লেখক, সাইফুল ইসলাম, শিক্ষক টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Leave a Reply