প্রেস বিজ্ঞপ্তি ।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে
জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীর শহীদের সম্মান জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শানিবার (২৬ মার্চ) সকালে টেকনাফ উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত শ্রদ্বা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার টেকনাফ এবং রূপালি সৈকতের স্টাফ রিপোর্টার নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক যুগান্তরের টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর আজিজ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য নুরুল আবছার ও ফরিদ বাবুল এবং প্রেসক্লাব শুভাকাঙ্ক্ষী নুরুল আমিন, মোহাম্মদ আইয়ুব আলী সহ অনেকেই।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাছির উদ্দীন রাজ এক শুভেচ্ছা বক্তব্যে বলেন , ২৬শে মার্চ মহান স্বাধীনতা। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। মাত্র নয় মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ পৃথিবীর বুকে উপহার দেয়া বিরল ঘটনা। তাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ।
অপর দিকে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বলেছেন, দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস আজ । ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন বলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আর সেদিন ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে বর্বর হত্যাকাণ্ডে মেতে ওঠে। ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করে। কিন্তুু এর আগেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা সকলে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করব । পাশাপাশি টেকনাফ উপজেলা প্রেসক্লাব মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে আজিবন কাজ করে যাবে।
Leave a Reply