নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে নাফ নদী সংলগ্ন জালিয়ারদ্বীপ এলাকা হতে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে দুই মিয়ানমার নাগরিক সহ একটি নৌকা । আটকরা হলেন, মিয়ানমার মংডু এলাকার মোঃ সিরাজ উদ্দীনের পুত্র মোঃ জুবায়ের আহমদ ( ২২ ) এবং মৃত আব্দুল গনির পুত্র মোঃ রফিক (২৩)।
শনিবার সকালে (২ এপ্রিল) টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(০২ এপ্রিল)ভোর জালিয়ারদ্বীপ এলাকায় নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ও দমদমিয়া বিওপি হতে,দুইটি বিশেষ টহল দল নাফ নদীর জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান গ্রহণ করে । আগত নৌকা টি বাংলাদেশের অভ্যন্তর প্রবেশে কালে বিজিবি থামার সংকেত দিলে পালিয়ে যেতে চেষ্টা করলে ধাওয়া করে নৌকাটি আটক করেন। পরে ওই নৌকা টি তল্লাশি করে আইস ও ইয়াবা উদ্ধার করেন।
তিনি আরও জানান, ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা বহন,পাচার এবং অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ধৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply