নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) “মানবিক ও স্বাস্থ্য সংকটে স্থানীয় পদক্ষেপ ত্বরান্বিত করন” সংক্রান্ত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ও জার্মানসহ রেডক্রস এর সহযোগিতায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কো-ডিনেটর মোঃ হারুন অর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউএলও মিঃ সাইফুল ইসলাম। গৃহীত উন্নয়ন প্রকল্পের উপর বিভিন্ন তথ্য-উপাত্ত মুলক ধারণা সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা করেন, এডি-পিসি বিডিআরসি মোঃ শাহজাহান সাজো।
উক্ত প্রকল্প নিয়ে উন্মুক্ত আলোচনায় মতামত প্রদান করেন, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বিএ, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
টেকনাফ উপজেলা আবহাওয়া দপ্তরের অফিসার মোঃ আনিসুর রহমান, সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, মোটরযান পরিদর্শক তীথ’ প্রতীম বডুয়া ও টেকনাফ ফায়ার স্টেশন অফিসার মুকুট নাথ। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবির কুমার দত্ত, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর হাফেজ এনামুল হাছান সহ আরো অনেকেই । উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও সংস্থার প্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত উপজেলা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা এবং এখানে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বিদ্যমান রয়েছে। টেকনাফ প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে একে আর্থিকভাবে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা ছাড়া কোন বিকল্প নেই। কর্মশালা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অপারেশন প্রধান আবদুল হালিম। পরে অনুষ্ঠানে আগত সকলকে মধ্যাহ্নভোজের প্যাকেট তুলে দেন ।
Leave a Reply