গত ২০ জুলাই টেকনাফ থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালে ‘টেকনাফে উপজেলা চেয়ারম্যানের নামের ফলক মুছে ফেলা নিয়ে দোকানে হামলা-লুটপাট : ৫ লক্ষ টাকা কয়ক্ষতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন টেকনাফ সদর ইউনিয়ন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সদর কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আয়াজ।
এক প্রতিবাদ লিপিতে তারা বলেছেন, আমাদেরকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা দোকানে হামলা-লুটপাট ভাংচুরের মতো জঘন্য ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমারা বাংলাদেশ কৃষক লীগের টেকনাফ সদরের সাধারণ সম্পাদক হয়। উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের নামে বড় মাদ্রাসার ফলক মুছে ফেলার নামে যে সকল মিথ্যা অভিযোগ গুলো আমাদের বিরুদ্ধে করছে তা সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট মূলত নুর আলম চেয়ারম্যান এর সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের মধ্যে বিরোধ- সম্মান হানি করার জন্য বিএনপি নেতা জালাল ও তার ভাই ষড়যন্ত্র করছে। এমনকি মিথ্যা অভিযোগ করে আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য পায়তারা চালাচ্ছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আসল ঘটনা হলো সরকারি জমি দখল করে দোকান করে দোকানকে সাইনবোর্ড রেখে মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তারা জড়িত। যাহা হাতে নাতে এলাকার মানুষের সামনে প্রকাশ হয়। তারা সাবরাংয়ের এক ছেলেকে অপহরণ করে যা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে জালাল ও তার ভাই মিলে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে এবং উপজেলা চেয়ারম্যানের সাথে আমাদেরকে সম্পর্ক নষ্ট করে অপহরন মামলা থেকে বাচানোর পায়তারা চালাচ্ছে আমাদের জানামতে উপজেলা চেয়ারম্যান অন্যায় কে প্রশ্রয় দেয়না ওনি একজন সৎ কথা বলার এবং বিবেচনা করার মানুষ।আমার জানা মতো এরকম কোনও ঘটনা ঘটেনি। তারা বিষয়টি অন্যদিকে নিয়ে যাচ্ছে অপহরণ এবং ডাকাতি মামলা থেকে বাচানোর জন্য ।
তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে সকল প্রকাশ করা হয়েছে তাতে যে সই ব্যবহার করা হয়েছে সেটি আমার সই নয়। একটি পক্ষ নিজেরাই এমন স্থানীয় সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট তৈরি করে আমাদের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক হেয় প্রতিপন্ন হয়েছি। বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা হলে।ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। পাশাপাশি তারা দু’জন কলেজ পড়ুয়া ছাত্রের নামে থানায় মিথ্যা অভিযোগ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী,
মোঃ সাইফুল ও মোঃ আয়াছ
লেঙ্গুর বিল টেকনাফ সদর।
Leave a Reply