নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন কে অবাধ, সুষ্ঠ ও নিরাপদ করতে টেকনাফের ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গণী। এসময় উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর (এস আই) মঞ্জু। টেকনাফে ৬টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার মধ্যে মোট ৫৭ টি ভোট কেন্দ্র রয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে প্রথম ধাপে তিনি হ্নীলা, হোয়াইক্যং ও বাহার ছড়া ইউনিয়ন এলাকার ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি জানান, টেকনাফে ৫৭ টি ভোট কেন্দ্র রয়েছে। সে গুলো কোথায় এবং ভোটারদের জন্য নিরাপদ না ঝুঁকিপূর্ণ তার খোঁজ খবর নিচ্ছি । পাশাপাশি কেন্দ্রের আশে পাশে কোন সন্ত্রাসী, অস্ত্রধারীদের আনাগোনা আছে কিনা সেগুলো খোঁজ খবর নেন ওসি টেকনাফ।
উল্লেখ্য টেকনাফে ১লক্ষ ৭৭ হাজার ৬২৭ জন মোট ভোটারের মধ্যে ৮৭ হাজার ৫২১ জন নারী ও ৯০ হাজার ১০৬ পুরুষ ভোটার রয়েছে বলে টেকনাফ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।
Leave a Reply