অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেন্দ্রে ভোটারদের টাকা দেওয়ার সময় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে টাকাসহ ডিবি পুলিশ আটক করেছে।
বুধবার (৮ মে) নির্বাচন চলাকালে তামাই পশ্চিমপাড়া ভোট কেন্দ্রের সামনে বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে।
তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর পরবর্তী করণী সম্পর্কে সিদ্ধান্ত দেবেন। ###
Leave a Reply