মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় র্যাব বিশেষ অভিযান চালিয়ে ৩১ জন ভিকটিমসহ দুই দালালকে গ্রেফতার করেছে।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন, কক্সবাজার র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) দেবজিদ পাল।
তিনি জানান; টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকাস্থ জনৈক নুর হোসেনের বাড়ির পিছনে পাহাড়ের চূড়ায় একটি গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় মানব পাচারকারীদের হেফাজতে থাকা ৫ জন বাংলাদেশি পুরুষ, ৩ জন নারী ১ শিশুসহ ২৬ জন। ও রোহিঙ্গা নাগরিক ২জন পুরুষ ২ জন নারী ও ২ শিশু সহ সর্বমোট ৩১জন ভিকটিমকে উদ্ধার সহ পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই মানব পাচারকারী হলেন, হৃীলা ইউনিয়নের পানখালী এলাকার মৃত অছিউর রহমানের ছেলে আনোয়ার ও টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত রফিকের ছেলে আইয়ুব।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতক মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ, যৌন নিপীড়ন সহ নানা প্রলোভনে মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক আটক করে রাখা হয়। মূলহোতা সহ সংঘবদ্ধ মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান চলমান রয়েছে।
উদ্ধারকৃত ৩১জন ভিকটিম এবং আটককৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###
Leave a Reply