নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তুপের ধ্বনির, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পাতাকা উত্তোলন ও টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান দের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দেন। এর পর থেকে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষক, সাংবাদিক, পেশাজীবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে ।
পরে দিবসটি উপলক্ষে টেকনাফ উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আগত সকল মুক্তিযুদ্ধের হাতে হাতে ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় বক্তব্য রাখছেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, সহকারী কমিশনার (ভুমি) আরিফুল্লাহ নিজামি, টেকনাফ মডেল থানার ওসি মোঃ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জহির আহমদ, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা জামায়াতের আমির মওলানা রফিক উল্লাহ , সাংবাদিক প্রতিনিধি নাছির উদ্দীন রাজ ও গিয়াস উদ্দিন ভুলু, ছাত্র প্রতিনিধি মোঃ মুর্শেদ সহ আরো অনেকেই।এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা
শেখ এহসান উদ্দীন বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এসে এই প্রথম আমরা নবী- প্রবীন মুক্তি যোদ্ধাদের নিয়ে মহান বিজয় দিবস উদযাপন ও আলোচনা করতে পারছি। যারা ১৯৭১ রে মহান মুক্তিযুদ্ধ করে দেশ কে পাক হানাদার বাহী থেকে মুক্ত করেছে তাও এসেছে আর অপর দিকে যারা গত জুলাই -আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ কে যারা নতুন করে বৈষম্য থেকে মুক্ত করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তারাও এসেছেন। আপনাদের একত্রে উপস্থিত পেয়ে আমরা উপজেলা প্রশাসন ধন্য মনে করছি। ভবিষ্যতে বৈষম্য হীন বাংলাদেশ বিনির্মানে আমরা সকলে এক সাথে কাজ করব।
Leave a Reply