টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে শিশু সুরক্ষা কার্যকর মেকানিজম প্রতিষ্ঠার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস সংলগ্ন কোয়ারেন্টাইন অফিসে স্থানীয় কিশোর কিশোরীদের নিয়ে উক্ত সংস্থার গোলাম দস্তগীর ও নয়ন রুদ্রের যৌথ সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার সাব ইন্সপেক্টর তৌহিদুল আরেফিন ও সদরের সংরক্ষিত মহিলা মেম্বার রানু আক্তার।
উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রতিনিধি মো. মুহিব উল্লাহর (হামিম) এর সভাপতিত্বে উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল।
এসময় বক্তারা সমাজের মাদক, মানবপাচার, বাল্যবিবাহ , যৌন নির্যাতন, ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়। এবং এমন আয়োজনের জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আগত অতিথি বৃন্দরা।
Leave a Reply