নাছির উদ্দীন রাজ টেকনাফ
উৎসব মুখর পরিবেশে কক্সবাজারের টেকনাফ প্রেসক্লাবের হল রুমে কেক কেটে পালিত হল দৈনিক সময়ের কন্ঠ স্বর পত্রিকার ১ যুগ পূর্তির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হয়েছে । শনিবার (১৪ জুন) সন্ধায় টেকনাফ প্রেসক্লাবের হল রুমে তা অনুষ্ঠিত হয়। দৈনিক সময়ের কন্ঠ স্বর পত্রিকার টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলুর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ ( বাংলাদেশ বেতার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফি ( পরিচালনা সম্পাদক দৈনিক সাগর দেশ)।
এ সময় উপস্থিত ছিলেন, জাকারিয়া আলফাজ ( দৈনিক কালের কণ্ঠ), শাহ আলম বিপ্লব ( দৈনিক সংবাদ), জিয়াবুল হক ( দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ), আমিনুল ইসলাম বাধন (দৈনিক জনকণ্ঠ) এম এ হাসান ( দৈনিক গণকণ্ঠ ও সৈকত) ইব্রাহীম মাহমুদ ( সকালের কক্সবাজার), হাবিবুর রহমান ( আমাদের কক্সবাজার), কায়সার জুয়েল ( ভোরের সময়) নুরুল আলম ( দৈনিক রূপালী গ্রাম) হাবিবুল ইসলাম ( ডেলি সান) মোহাম্মদ সোহেল চৌধুরী ( জি টিভি), আমান উল্লাহ ( দৈনিক সাগর দেশ) আব্দুল ওয়াজেদ ( দৈনিক আজকের বাংলা) মোহাম্মদ শহিদুল্লাহ ( দৈনিক বাংলাদেশ সমাচার) তোফায়েল বিন আজাদ ( দৈনিক আমার বার্তা ) সংবাদ শুভাকাঙ্ক্ষী হেলাল উদ্দিন এমএ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর প্রতিষ্ঠার এক যুগপূর্ণ করেছে। নতুন প্রজন্মের সংবাদ মাধ্যম স্লোগান নিয়ে ২০১৩ সালের ১৪ জুন যাত্রা শুরু করে এই নিউজ পোর্টালটি এখন বিভিন্ন ভাবে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছে।
Leave a Reply