মোঃ আরাফাত সানী:টেকনাফ বিশ্ব মহামারী করোনাভাইরাস দূর্যোগে টেকনাফে লকডাউন পরিস্থিতিতে কৃষিক এর ঘরে ধান কেটে ঘরে পৌঁছে দিল হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগ।
মঙ্গলবার হঠাৎ ফোন আসে হোয়াইক্যং ইয়নিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের ফোন আছে তিনি কে জানতে চাইলে সেই একজন গরীব কৃষক তার নাম বাদশা মিয়ার, তিনি বলেন শ্রমিক সংকট ও অর্থের অভাবে তার পাকা ধান গুলো বাড়িতে তুলতে পারছেন না। হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন তিনি ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে বললেন সবাই একত্রিত হয়ে দূরত্ব বজাই রেখে বুধবার সকাল ৭ টা থেকে পাহাড় ঘেষা গহীন অরণ্য ইউনিয়ন ছাত্রলীগের ১০ জন নেতা কর্মীদের সাথে নিয়ে গরীব কৃষকের ধান কেটে বাড়ি তুলে দেন। ধান খেতে
উপস্তিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন। হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিওল হাসান রবি সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক আরমান, আনোয়ার, রহমত উল্লাহ, হৃদয়,আকিব আল হাসান,পারবেছ প্রমুখ।
হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিওল হাসান রবি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই ধান কাটা হচ্ছে গরীব কৃষকদের মুখে হাসি ফুটছে এটা দেখে এই শ্রম কিছুই না গরীবের হাসির মাঝে। সেই সাথে টেকনাফ উপজেলার সমস্ত ইউনিট কে আহ্বান জানান যেন এই মহৎ কাজ করে গরীবের মুখে হাসি ফুটুক। সেই আশা কামনা করেন তিনি।
Leave a Reply