নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের সাবরাং ইউপিস্থ মুন্ডার ডেইল ঘাটে অভিযান পরিচালনা করে ২ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র্যাব-১৫। তারা হলেন, সাবরাং ইউনিয়নের ২নং ওর্য়াডের ফিরোজ আহম্মদের ছেলে মোঃ নুরুল আফছার (২১),২নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মোঃ শওকত আলম(১৯) ৬নং ওর্য়াডের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ফরিদ আলম(৪০),২নং ওয়ার্ডের নুর হোসেনের ছেলে মোঃ আকিল(১৮)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় কক্সবাজার র্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয় টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের সাবরাং ইউপিস্থ ১নং ওয়ার্ডের মুন্ডার ডেইল ঘাট এলাকায় একটি ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের বোটে করে মাদক কারবারীরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ জুলাই সকালে র্যাব-১৫, সিপিসি-১, (টেকনাফ ক্যাম্প) এর চৌকস আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকার ভিতর থেকে ২ লাখ পিচ ইয়াবা, প্রায় ১ লাখ টাকা মূল্যের মাছ ধরার জাল ও একটি বাটন ফোনসহ চার জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, অভিযানকালীন সময়ে এক আসামী উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ দিকে স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী রাজনীতিবিদরা মনে করেন, সাম্প্রতিক সময়ে মাসজুড়ে উখিয়া – টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে যে হারে ইয়াবা ও অস্ত্র বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করছে। তা দেখে আমাদের মনে হচ্ছে কোন মতেই ঠেকানো যাচ্ছে না মাদক ও অস্ত্রের কারবার। আরো কি উদ্যোগ নিলে এই সব কিছুর নিয়ন্ত্রণে আসবে প্রশাসনকে তা খতিয়ে দেখতে হবে বলে মত দিয়েছেন তারা।
Leave a Reply