1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের যুব সমাবেশ অনুষ্টিত টেকনাফে জমি বিরোধের জেরে ফেইসবুক পোস্ট দিয়ে প্রতি পক্ষকে স’ন্ত্রা’সী সাজানোর পাঁয়তারার প্রতিবাদ ও ব্যাখ্যা ইসলামি আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখা’র সদর ইউনিয়ন কমিটি সম্পন্ন। বন্যার্ত ৫’শ পরিবারকে ত্রাণ দিলেন টেকনাফ নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গারা জেলাপরিষদ সদস্যপদ থেকে মোরশেদ কে অ’প’সা’রণের দাবীতে ছাত্রদের মানববন্ধন প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা, ধার নেওয়া টাকা ফেরত না দিতে অপ’হ’র’ণের নাটক টেকনাফ পৌর সচিব-প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতি-আত্মসাতের অভিযোগ, পদ প্রত্যাহার চায় শিক্ষার্থীরা টেকনাফে মসজিদের ওয়াকফ জমি রাতের আধাঁরে জবর দখলের অভিযোগ ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি নিপুণকে বিজয়ী করতে আয়নাঘরের ভয় দেখান শেখ সেলিম

গোজবে কান দিবেন না ‘করোনা’ উপলক্ষে গ্রাহকদের উদ্দেশ্যে টেকনাফ পল্লী বিদ্যুৎ: ডিজিএম| Teknaf 71

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৮৫৬ বার পড়া হয়েছে

আশেক উল্লাহ ফারুকী::টেকনাফ 

গ্রাহকদের নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছি আমরা: গোজবে কান দেবেন না। করোনা উপলক্ষে গ্রাহকদের উদ্দেশ্যে টেকনাফ পল্লী বিদ্যুৎ: ডিজিএম

টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের (ডিজিএম) ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল মোমিত চৌধুরী বলেন, আমি সীমান্ত উপজেলা টেকনাফ পল্লী বিদ্যুৎ দপ্তরে যোগাদানের পর প্রধান মন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শত বাধ্য বিপত্তি অতিক্রম করে শত ভাগ বিদ্যুৎতায়নের ব্যবস্থা করেছি। জেলা থেকে অনেক দুরত্ব টেকনাফ পল্লী বিদ্যুৎ এবং এর মধ্যে পাহাড় ও রোহিঙ্গা সমস্যার কারণে কিছু কিছু সমস্যা এখনো নিরসন করতে পারেনী। আশা করি এ সমস্যা অচীরেই সমাধান হয়ে যাবে, ইন্শে আল্লাহ। প্রায় ৫৫ হাজার গ্রাহক বিদ্যুতের আলো পাচ্ছে পুরো উপজেলায়। এ ছাড়া প্রত্যান্ত অঞ্চলে ও বিদ্যুতের আলো পৌছে গেছে। চিন্ত করার কারন নেই। গ্রাহক আপনাদের সেবাই আমি সবসময় নিয়োজিত রয়েছি এবং থাকবো। টেকনাফ কক্সবাজারের দুরত্ব ৮৬ কিঃ মিঃ এবং অধিকাংশ পাহাড়ী এলাকা ও দীর্ঘ দুরত্ব থাকায় প্রাকৃতিক বিপর্যয় এবং বিদ্যুৎ লাইনের উপর বৃক্ষ পড়ার কারণে অনেক সময় দীর্ঘ বিদ্যুৎ লাইনে দূগঠনা ঘটে থাকে। এটি আমাদের দোষ নয়। বরংচ এটি প্রাকৃতিক ব্যপার মাত্র। এ দীর্ঘ বিদ্যুৎ লাইনের মধ্যবর্তী স্থানে গ্রীক স্থাপন করা হলে এ সমস্যা স্থায়ী ভাবে সমাধান হয়ে যাবে। যা নিয়ে পল্লী বিদ্যুৎ উর্ধতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করা হয়েছে।

বর্তমানে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য চলমান করোনা ভাইরাস এবং এ নাজুক পরিস্থিতিতে গ্রাহকদের নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছি। যাহা অতীতকালে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে তার প্রমান পাওয়া যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতিরিক্ত ও ভৌতিক বিদ্যুৎ বিল গ্রাহকদের উপর চাপিয়ে দেয়া সংক্রান্ত বিষয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) যে সব ষ্ঠেটাস দেয়া হচ্ছে, তা বাস্তবতা নিরীখে আদৌ সত্য নয়। মিটারের তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিল দেয়া হচ্ছে। এতে প্রতারনা বা টাকা হাতিয়ে নেওয়ার প্রশ্নই উঠেনা। গ্রাহক আমি আপনাদের মত আমি ও একজন গ্রাহক। সরকারী রেইট এবং মিটার রিডিং অনুযায়ী বিল নেওয়া হচ্ছে। আশা করি আমার উপর আপনারা আস্থা রাখুন এবং বিল পরিশোধ করে সরকারের অর্থনীতির চাকা স্বচল রাখুন।

এবং প্রধান মন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতি শতভাগ বিদ্যুতায়ন ব্যবস্থাকে সম্মান প্রদর্শন করবেন, এমন প্রত্যশা আমাদের। পরিশেষে গ্রাহক সূখে থাখুন এবং করোনা ভাইরাস থেকে স্বথর্ক থাকুন এবং সরকারের গৃহীত প্রদক্ষেপকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজেকে করোনা মুক্ত রাখুন। ওয়াচ্ছালাম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর