হুমায়ূন রশিদ: টেকনাফ
টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৬জুন সন্ধ্যা ৭টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের কোস্টগার্ড জওয়ানেরা বিশেষ চেকপোস্টে একটি সিএনজি তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবাসহ সিএনজিটি জব্দ করে সাবরাং এলাকার মোঃ আব্দুর রহিম (৩২) ও মোহাম্মদ ইসমাইল (২২) কে আটক করে।
অপরদিকে একই দিন রাত ৯টারদিকে উপজেলার কেয়ারীঘাট এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবাসহ জাদিমোরা জিনজিরা পাড়ার নুর হোসেনের পুত্র মোঃ ওসমান (২২) কে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলঅ দায়েরের জব্দকৃত মাদক ও সিএনজিসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন।
বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বনে করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply