টেকনাফ সংবাদদাতা
হ্নীলা ইউনিয়নের রংগীখালী লামার পাড়া ফুটবল খেলার মাঠের সামান্য কথা কাটাকাটির জের ধরে অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুই পক্ষের মধ্যে। প্রত্যক্ষদর্শী একজন দর্শক বলেন, গত ১জুন বিকাল ৪টার সময় প্রতিদিনের মত আমরা গ্রামের খেলা দেখতে যায় লামার পাড়া ফুটবল খেলার মাঠে। হঠাৎ মৃত নবী হোছনের পুত্র খাইর হোছন (২০) এর সাথে একিই এলাকার নুর মোহাম্মদের পুত্র রাসেল ও ফাইসাল এর সাথে হট্টগোল লেগে যায়। পরবর্তীতে খাইর হোছন দৌড়ে নিজ বাড়ির দিকে গিয়ে বাড়িতে হেফাজতে রাখা অস্ত্র নিয়ে মাঠে খেলোয়ারদের ধাওয়া করলে তারা ভয়ে পালিয়ে যায় এবং এক পর্যায়ে রাসেল ফাইসেল ও পিতা নূর মোহাম্মদ তাদের সাথে ঝগড়া লেগে যায়। নুর মোহাম্মদ বলেন, পরবর্তীতে এলাকার লোক জন এসে ঘটনা টি থামান। স্থানীয়দের অভিযোগ এরকম অস্ত্রের জোরে বেড়ে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যদি অস্ত্র শক্তি দেখিয়ে ধাওয়া করতে হয়। তাহলে কোথায় গেল এলাকা। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করতে অভিযুক্ত খাইর হোছন এর সাথে যোগাযোগ করতে চাইলে তাহাকে খুজে পাওয়া যায়নি।
Leave a Reply