মোঃ আরাফাত সানী, মোঃ শেখ রাসেল, টেকনাফ
কক্সবাজার টেকনাফ শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের অভিযানে বেড়িবাঁধ এলাকায় অটোরিক্সা তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে।
২২মে (শনিবার) সকালে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের শাহপরীর দ্বীপ আউটপোস্ট জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি অটোরিক্সা গতিরোধ করে যাত্রীদের তল্লাশী ৭ হাজার পিস ইয়াবাসহ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ বশির আহমেদ (৪০) এবং ফয়েজ উল্লাহর স্ত্রী সাবেকুন নাহার (২৩) কে আটক করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও পাচারকার্যে ব্যবহৃত অটোরিক্সা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রােধে কোস্ট গার্ডের জিরাে টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Leave a Reply