নিজস্ব প্রতিনিধি,টেকনাফ ৭১
টেকনাফ-কক্সবাজার মহা সড়কে যাত্রী সেবায় নতুন করে যোগ হলো ‘ম্যাজিক স্পেশান সার্ভিস প্রাঃ লিমিডেট এর পরিবহন ‘কার সার্ভিস।
৪ জুন (শুক্রবার ) দুপুরে টেকনাফ পৌরসভা উপজেলা আওয়ামী লীগ অফিস সংলগ্ন আবু ছিদ্দিক মার্কেট থেকে “কার সার্ভিস” লিমিডেট এর ‘শুভ উদ্বোধন’ করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে ম্যাজিক স্পেশাল কার সার্ভিস প্রাঃ লিঃ, যার রেজি: নং ১২৭৯৩/ উদ্ভোদন করেন টেকনাফ উপজেলা পিক-আপ ম্যাজিক গাড়ি মালিক সমবায় সমিতি’র সভাপতি
নুরুল আলম সোহান।
তিনি আরও বলেন, যাত্রী সেবার মান রক্ষা এবং দক্ষ ড্রাইভারের মাধ্যমে গাড়ি পরিচালনা করা হবে।
ম্যাজিক ‘কার সার্ভিস’ লিমিডেট’ কতৃপক্ষ বলেন, টেকনাফ টু হ্নীলা -হোয়াইক্যং- কুতুপালং – উখিয়া -মরিচ্যা- কক্সবাজার মহা সড়কে কার সার্ভিস যাত্রী সেবায় নতুন মাত্রা যোগ হয়েছে। দীর্ঘতম নাফ নদী পাহাড় ঘেষে গড়ে উঠা নান্দনিক সড়কে বিরতিহীন ‘কার পরিবহন’ যাত্রী সেবায় নিয়োজিত থাকবে। এর ফলে পর্যটকদের জন্য অগ্রাণী ভুমিকা পালনের পাশাপাশি স্থানীয় ও দেশী-বিদেশী পর্যটকদের সেবায় আমরা বদ্ধ পরিকর। এই পরিবহন যাত্রী নিয়ে যথাসময়ে গন্তব্যে পৌছাবে।
Leave a Reply