নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)
জঙ্গী,সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে প্রশাসনের ভুমিকা আপোষহী। তাতে আমরা কোন প্রকারের ছাড় দিচ্ছিনা । ঐ সমস্ত কাজে সমাজের যে-ই সম্পৃক্ত থাকুকনা কেন আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও প্রধান মন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে কাউকে ছাড় দিবনা।তিনি বলেন জঙ্গি , সন্ত্রাসবাদ ও মাদক কোন ধর্ম পছন্দ করে না।একটি দেশকে উন্নয়ন থেকে বাধাগ্রস্ত করতে তা যথেষ্ট।তাই আগামী ২০২১ বাস্তবায়নে সরকার এদের বিরুদ্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।২৯ জানুয়ারি বিকাল ৪টা ৫ মিনিটে কমিউনিটি রেডিও নাফ ষ্টুডিও তে একটি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দেন তিনি । তা থেকে সম্প্রচার হলো জঙ্গি,সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে প্রসাশনের ভুমিকা ও দায়িত্ব বিষয়ক সরাসরি রেডিও আলোচনা অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে অথিতি হিসেবে অংশ গ্রহণ করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম । উপস্থাপনায় ছিলেন হারুন রশিদ ও জয়া পাল হ্যাপী। অনুষ্টানটি সহায়তায় করেন ইউএনডিপি সিআরটু প্রজেক্ট।
Leave a Reply