নাছির উদ্দীন রাজ /আরাফাত সানি
টেকনাফে সাদা রঙের ১২০০০ ইয়াবা উদ্ধার করল টেকনাফ কোস্টগার্ড সদস্যরা । ৮ ফেব্রুয়ারি ২০২০ইং রাত ২.১০মিনিটের সময় টেকনাফ কোস্টগার্ড সদস্যরা রুটিন টহল করার সময় টেকনাফ থানার অন্তর্গত কেরনতলি প্যারাবন সংলগ্ন এলাকায় সাদা রংয়ের বস্তাসহ একজন লোক দেখতে পায়। পরে লোকটিকে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে পাচারকারী বস্তাটি রেখে প্যারাবনের ভিতর ডুকে পড়ে।পরবর্তীতে উক্ত বস্তা হতে পরিত্যক্ত অবস্থায় ১২,০০০ (বারো হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা গুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
Leave a Reply