টেকনাফ ৭১ ডেস্ক
দু’দিনের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের ২৯১ রানের জবাবে প্রথম ইনিংসে বিসিবি একাদশের হয়ে দারুন শতক হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম।
ইনিংসের গোড়াপত্তন বাউন্ডারি দিয়ে করলেও মোহাম্মদ নাইম শেখ উইকেটে বেশি সময় কাটাতে পারলেন না। ৭ম ওভারে ২ চারে ১১(১৭) রান করে চার্ল মুম্বার বলে ক্রিস্টোফার পোফুকে ক্যাচ দিয়ে ফিরেন নাইম।
এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা জয় পরের ওভারে ব্যক্তিগত ১ রানের মাথায় সাজঘরের পথ ধরেন। কিছুটা সময় ব্যাট করে ফিরে যান শাহাতও(২)। প্রথম সেশনের শেষ দিকে লড়াকু ইমনও ফিরে যান। আর আকবর ফিরেন ৩ বল খেলেই।
এরপর ব্যাট করতে এসে ঝড় তুলেন তানজিদ হাসান। মধ্যাহ্ন বিরতির পর বেশি আক্রমণাত্না হয়ে ওঠেন এই যুবা। একের পর এক ছক্কা হাঁকিয়ে ৪০ বলে ৫ ছক্কা ও ২ বাউন্ডারিতে তুলে নেন অর্ধশতক। তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে ফিফটির তুলে নেন অধিনায়ক আল আমিনও।
ফিফটির পর দারুণ ব্যাটিংয়ে শতকের দিকে এগুতে থাকেন তানজিদ হাসান তামিম। ৮৯ রান নিয়ে চা বিরতিতে যান তিনি। এরপর ব্যাটিংয়ে নেমে ৮৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি পূর্ন করেন তানজিদ হাসান তামিম।
সর্বশেষ স্কোরঃ
বিসিবি একাদশ ২৫৭/৫ ( তানজিদ ১০৮*, আল আমিন ৯০ *
Leave a Reply