নাছির উদ্দীন রাজ, মোঃ শেখ রাসেল
টেকনাফ ব্যাটালিয়ান ২ বিজিবির হোয়াইক্যং বিওপির একটি টহল টিম হোয়াইক্যং চেকপোস্টে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অদ্য ১২ মার্চ ২০২০ ইং সকাল ৮ ঘটিকার সময় হ্নীলা হতে পালংখালী গামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তাকে বিজিবির সন্দেহ হলে তল্লাশি করেন।উক্ত গাড়িতে একজন কে সন্দেহ হলে ঐ যাত্রীর মালামাল চেক করেন বিজিবি। তল্লাশির এক পর্যায় গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কবুতরের খাচার নিচে ফিটিং করা অবস্থায় ইয়াবা ভর্তি ৬০ টি প্যাকেট পাওয়া যায়।পাওয়া প্যাকেট গুলি খুলার পরে গনণা করে দেখা যায় ১২ হাজার পিস ইয়াবা, নগত ২৩,৯০০ টাকা, ১টি মোবাইল সহ হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়ার আব্দুর শুক্কুর এর পুত্র মোঃ আব্দুল খালেক (২৭) কে আটক করেন।ধৃত আসামী কে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খান।
Leave a Reply