মো,আরাফাত সানি/ সামী জাবেদ::টেকনাফে র্যাবের অভিযানে অটোরিক্সায় করে পাচারের সময় প্রায় ৪ কেজি গাঁজা নিয়ে রোহিঙ্গাসহ ৩জনকে আটক করেছে র্যাবে।
সুত্র জানায়,গত ১৫ মার্চ রাত সাড়ে ৭টায় র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ বরইতলী ক্যাম্পের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে টেকনাফ হতে দমদমিয়াগামী একটি অটোরিক্সা রেজিঃ নং কক্স-২৪০২, গাড়ি নং-১৯৯ তল্লাশীকালে পালানোর চেষ্টাকালে টেকনাফ বাস টার্মিনালের মৃত লালুর পুত্র মোঃ শাকের (২৮), লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ হোছনের পুত্র আবুল হোছন (৬০) ও নাইট্যং পাড়ার মৃত আলী জোহারের পুত্র আব্দুল হামিদ (২৫) কে আটক করে।
পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য ৩৯হাজার টাকা। এসময় পাচারে ব্যবহৃত অটোরিক্সা ও তাদের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত পাচারকারী এবং জব্দকৃত উপকরাণাদি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর অতিরিক্ত পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান।
Leave a Reply